Sharing is caring!
মুজিব নামে শপথ
🇧🇩 জলি ফাতেমা রোখসানা 🇧🇩
এই বাংলার ইতিহাসে মুজিব তুমি বাংলার অহংকার।
এই বাংলায় এনে দিলে বাঙালী জাতির মুক্তির ঝংকার।
লাখো মানুষ সাতই মার্চের একাত্তরের দিনে,
ধ্রুবতারার মত ছুটেছে তোমার আহ্বানে।
ভাষন দিলে অগ্নিঝরা মাঠে।
অস্ত্রকে শফৎ নিলে সাথে।
এই বাংলায় মোকাবেলা করো শত্রুদের।
যার কাছে যা কিছু আছে তোমাদের।
শুরু হল মুজিব নামের শফৎ নিয়ে,
ছাএ- জনতা দীপ্ত।
সবে মিলে মুজিব বানী শ্রবন করে,
যুদ্ধে হলো লিপ্ত।
মুক্তিসেনা শত্রুর আঘাত হানে,
রক্তের হোলি খেলায়।
লাল – সবুজের পতাকা গড়ে তোলে, বীর বাঙালির সোনার বাংলায়।