কেন_ফিরে_এলে
কলমে_গৌরী_পাল
কেন ফিরে এলে কিসের টানে,
নিঝুম রাতে আমার কাছে।
ভালোবাসি কি করে বোঝাবো,
কেঁদে কেঁদে সব সুখ মরে গেছে।
অন্তিম মুহূর্তে জীবনের শেষ প্রান্তে এসে,
বার্তা গুলো কেন শোনালে আমায়।
স্বপ্ন গুলো হারিয়ে গেল অতল গহ্বরে,
আর কষ্ট দেবো না কাঁদাবো না তোমায়।
বুঝতে পারি নি আগে হারাবো তোমাকে,
অজান্তেই হারিয়ে ফেলেছি মনের মানুষটিকে।
কেন এলে এই অবহেলায়,
আমি ভালোবাসতে পারিনি কাউকে।
আমার ইচ্ছে করে বেঁচে থাকতে,
বেঁচে থাকবো হৃদয় জুড়ে তোমার।
আঁচল তলে নরম হাতের ছোঁয়ায়,
তোমার চুলের ঘ্রাণে মনটা ভরে আমার।
তোমার গায়ের গন্ধে আমি বেঁচে আছি,
আজ হতে অর্ধ শতাব্দী ধরে অপেক্ষায়।
আকাশের দিকে তাকিয়ে চাঁদমুখ ভাবতে ভাবতে,
আরো কতো গুলো যুগ কেঁটে যায়।
সেই এলে দেরি করে ,এসে কী সুখ পেলে,
আমার ভয়ানক মৃত্যুর শেষ মুহূর্তে।
তোমার বুকে মাথা রেখে বাঁচতে চাই এখনো,
কাজল কালো চোখের লজ্জায় চাই হারাতে।
সকালের প্রথম আলোয়
একরাশ স্বপ্ন তোমার চোখে।
উদীপ্ত চোখে শুধু তোমাকেই মনে পড়ে,
চোখ রেখে সমতল দর্পণে।
গৌরী পাল
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.