প্রথম_দেখা
কলমে_গৌরী_পাল
যে দিন তোমাকে প্রথম দেখেছি,
সে দিন থেকেই হৃদয়ের মাঝে,
তোমার ছবি এঁকেছি।
এক নজরে এঁকেছি মনে ..........!
ভালো বাসো কী তুমি আমারে ?
ভালো বেসে তোমায় ,
হারিয়েছি রাতের ঘুম ।
দেখেছি চোখ ভরা হাসি ,
তোমার মায়া ভরা মুখ ।
তুমি আছো বলেই ...............!
ভাবনায় কাটে কতো রাত।
সেদিন শুধু দেখেছি ,
তোমার মায়া ভরা মুখটি।
আমি কোন দিন চাই না ,
তোমার কাছ থেকে মুক্তি ।
তোমার ওই চোখ দুটো ,
মনটা আমার পাগল করে ছিল।
সেই দিন আমার চোখ .............!
প্রথম তোমাকে দেখে ছিল ।
এখন তোমাকে ছাড়া কিছু বুঝি না ,
ভালো বাসা কোন কিছু মানে না।
অপলক নযনে শুধুই চেয়ে থাকি ,
কী অপরূপ তোমার দুটি আঁখি ।
যখন তোমার মাঝে
আমি আমায় দেখি,
তুমি বল হেসে ...............!
এখন কি পাগল হওয়া বাকি ।
পাগল আমি হয়েই আছি ,
বুঝতে কী পারো তুমি....?
আমার হৃদয় তুমি ছাড়া ,
শুধুই যেন শূন্য মরুভূমি ।।
গৌরী পাল
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.