২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা – কাঁদে উদাসী

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২০
কবিতা – কাঁদে উদাসী

Sharing is caring!

কাঁদে উদাসী

 

★ জলি ফাতেমা রোখসানা ★

 

কাজল ভরা দু”চোখে,
নথ পরে সে নাকে।

খোপার বাঁধন আলগা করে,
ঠাঁই দাড়িয়ে থাকে।

সাজিয়েছিল ফুলের বাগান,
ফুটেছিল ফুল।

কোথা থেকে ঝড় এসে,
উড়িয়ে দিল মূল।

নীড় হারা, তীর হারা,
সাথী হারা যে।

আওলা চুল হাওয়ায় উড়ে,
খুঁজে বালুচরে।

উদাসী মেয়ে কান্নায় ডুকরে ওঠে,
গুমরে কাঁদে নদী।

তার বুকে দুঃখ ভরা,
কান্নার নিরবধি।

মাতৃ- পিতৃহারা সুন্দরী রুপসী,
পদ্মাপারের সেই মেয়ে।

সেই কৃষনোচূড়া গাছটি ধরে,
প্রানের আকুলতায় অশ্রু ঝরে।
নীরবে বসে কাঁদে উদাসী মেয়ে।