Sharing is caring!
দেশের তরে জীবন দান
জলি ফাতেমা রোখসানা
মুজিব তুমি খোলা আকাশের চাঁদ।
তুমি বাঙালী জাতির গৌরবের তাজ।
তোমার নামে সুর ওঠে,
নদীরও কলতানে।
তুমি এই বাংলায় সোনার ফসল -ফলায়ে ছড়ালে সৌরভ।
তুমি বাঙালী জাতির পিতা এদেশের গৌরব।
মুজিব তুমি না জন্মিলে এদেশ স্বাধীন হতো না।
শোষনে নির্যাতিত হতো ভাংতো না চেতনা।
বাংলাকে স্বপ্ন দেখতে,
কত নিশীতে।
চলে গেলে অজান্তে,
ঘাতকের আঘাতে।
বুকের তাজা রক্ত ঢেলে
দিয়ে গেলে শ্বান্তনা।
জান্তার অস্ত্রাঘাতে
মোদের দিল বেদনা।
দেশের তরে জীবন দিয়ে গড়লে সোনার বাংলা।
পাহাড়ি ঝর্নার মত,
তুমি খাঁটি সোনা।