২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা – জাগ্রত বিদ্রোহী নারী

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২০
কবিতা – জাগ্রত বিদ্রোহী নারী

Sharing is caring!

জাগ্রত বিদ্রোহী নারী 

 

★ জলি ফাতেমা রোখসানা ★

 

শেখ হাসিনা তুমি বাঙালী জাতির চাঁদের নূর,
তুমি এদেশে বাঙালী জাতির ঝর্নার সুর।
শাসন চলে তোমার নামে ঝর্নার সুর বাজে,
ঢেউ ওঠে সাগর মোহনায় নদীরও কলতানে।
তুমি চেয়েছো স্বাধীন বাংলার মানুষের মুখের হাসি।
তুমি স্বাধীন বাংলার অগ্রগামী, গরীব দুঃখীর সাথী।
তুমি জাগ্রত করেছো বাংলার স্বপ্ন – সাধনা।
বাঙালী জাতিকে দিয়েছো, অসীম শক্তি প্রেরনা।
তোমার মাঝে পেয়েছি বাংলার পথ চলা আকাশে -বাতাসে।
তুমি তোমার পিতার আদর্শ গড়েছো দিনরাত প্রকাশে।
তোমার স্বপ্ন সফল আজি হাজার দিবারাতে।
কত নিশি পেরিয়ে আজি গুনী নেত্রী এ বাংলাতে।
দুঃখীর পাশে দরদী হয়ে, মোদের পাশে দাঁড়াও। তোমার পরশ সিগ্ধ -হাওয়ায় , ভরিয়ে দিয়ে যাও।
তোমার শাসন সুনাম কীর্তি শেষ হয় না বলা।
তোমার মাঝে পেয়েছি জাগ্রত বিদ্রোহী নারীর পথ চলা।
ইতিহাসে থাকবে লেখা তোমার নাম স্বর্নাক্ষরে,
উন্নত তোমার শির।।
স্বাধীন দেশের জাগ্রত বিদ্রোহী নারী তুমি,
দেখা দাও বীর।।