১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর কলাপাড়া থেকে এক মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২০
পটুয়াখালীর কলাপাড়া থেকে এক মাদক ব্যবসায়ী আটক

Sharing is caring!

 

টি. আই. অশ্রু,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের রহমপুর এলাকা থেকে সাগর (১৯) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১ টার দিকে সাগরকে আটক করে থানায় আনে।এ সময় তার প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়।

 

পুলিশি সূত্রে জানা যায়,সে পৌরসভার ৩নং ওয়ার্ডের সুনিল হাওলাদারের ছেলে।

 

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।

 

কলাপাড়া থানার পুলিশ উপ -পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান,সাগর পেশাদার মাদক বিক্রেতা এবং মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এলাকায় ঘোরাফেরা করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।