Sharing is caring!
নিষ্ঠুর/বেঈমান পাখি
জলি ফাতেমা রোখসানা
দোয়েল পাখি, দোয়েল পাখি,
তুই তো শফৎ করেছিলি।
তোর মাতাল প্রেমের সুরে মোরে পাগলও বানায়লি।
তোর মিষ্টি মধুর গানের সুরে গেয়েছিলাম গান।
তোর মায়াবী চোখের ক্ষুধা মিটাতে করেছিলাম নাচ।
তোর জন্য রেখেছিলাম চাল,ছোলা আর মটর ভাজা এগুলো খেয়ে তুই হতিস তাজা।
ছিল না তোর কোন জ্বালা।
তুই তো বলেছিলি এ গাছ হতে ঐ গাছে নাহি বাধঁবি বাসা।
শীতের বসন্ত শেষে আমারে ছেড়ে তুই করলি নৈরাশা।
তুই যে নিষ্ঠুর স্বার্থের পাখি,
মিষ্টি ভাষা দিয়ে ফুলের মধুর অবসানে ফুলকে গেলি ভূলে।
তোর গানের সুরে হৃদয় নিলি,শেষে প্রানে ব্যাথা দিলি,মোরে পাগলও বানায়লি।
সুখের মাঝে ছিলিরে তুই, দুঃখের দিনে কোথায় পালায়লি।