Sharing is caring!
জনক
জলি ফাতেমা রোখসানা
নীল আকাশ রুপালী সবুজ দেশে।
উজ্জ্বল আলোর পসরা নিয়ে জন্মালেন বাংলার জনকের বেশে।
হে জনক তুমি লক্ষ তারার ঝলক।
তোমার কথা ভাবি তাই আমি, দেশের লাগি সর্বস্ব ত্যাগী, হিংসা নিন্দা নাই।
হে মহান নেতা,
তুমি জাগিয়েছো বাঙালী জাতিকে,
স্বপ্ন করেছো সত্যি।
করেছো তুমি কারাবাস।
সুখে দুঃখে সেজেছো জনগনের দাস।
বেড়িয়েছো দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে।
দেশের মানুষকে মুক্ত করবে বলে।
কৃষক – শ্রমিকের মুখে হাসি ফোটাতে চেয়েছিলে তুমি,
স্বাধীন দেশের মানুষ হাসছে আজি,
কিন্তু শুধু তুমি নাই, তুমি নাই।।