রবিউল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ-
ঝিনাইদহের মহেশপুর থানার চৌকশ পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গত রাতে ২৬/০৭/২০২০ইং তারিখে রাত ০২.০৫ ঘটিকার সময় মহেশপুর থানাধীন পাঁচবাড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ বল্টু হোসেন এর বসত বাড়ী হইতে ২৪ (চব্বিশ) বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ি মোঃ শাহআলমকে(২৫), আটক করেন।
আসামি শাহাআলম ঝিনাইদহের মহেশপুর থানার পাঁচবাড়ীয়া গ্রামের বল্টু হোসেনের ছেল।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাঁচ বাড়ীয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদকের লেনদেন হচ্ছে, তাৎক্ষণিকভাবে এসআই রাকিবুল ইসলাম রাকিব সহ সঙ্গী ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে আসামি শাহআলমকে ২৪ বোতল ফেনসিডিল সহ আটক করে। আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.