রবিউল আলম সবুজ
,বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের লালমোহন উপজেলা কালমা ইউনিয়নের বিএনপি’র সভাপতি আফসারউদ্দিন আফসু মিয়ার মালা ব্রিকস থেকে ৩৮ পিচ বগি উদ্ধার করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত এগারটার সময় বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ ম.এনামূল হকের নেতৃত্বে একদল পুলিশ কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা গ্রামের অভিযান চালায় । এসময় ব্রীকসের পুরাতন স্ব-মিলের পানি ভর্তি হাউজের মধ্যে বগি দা’র সন্ধান পায় । পরে বগি গুলো উদ্ধার করে পুলিশ ।বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ ম.এনামূল হক জানান, ৩৮ পিচ বগি তার উদ্ধার করেছি । তবে বগি গুলো পুরোণ হওয়ায় ঝং ধরে গেছে । বিয়ষটি তদন্ত স¦াপেক্ষে মামলা রুজু করা হবে। সূত্রমতে জানাযায়, আফসারউদ্দিন আফসু মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির কালমা ইউনিয়নের সভাপতি । একজন ট্রান্সপোর্ট ব্রিকসের ব্যবসায়ী । দীর্ঘদিন ইটভাটার ব্যবসা করছে। এ ইটভাটার জন্য স্থানীয় অনেক লোকের জমির দখল করে ইটভাটাটি করেন ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.