Sharing is caring!
এম এ হাসান, স্টাফ রিপোর্টারঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টার ট্রাকে লুকিয়ে পাচারকালে ১৭১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার সহ ২ জন কারবারি আটক এবং একটি ট্রাক জব্দ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার সদর উপজেলার মহতুল্যাপুর এলাকার মোঃ নুরনবীর ছেলে ড্রাইভার মোঃ শামীম মিয়া ওরফে বাবু (২২) এবং একই এলাকার আব্দুল হাকিমের ছেলে হেলপার মোঃ শাহিন মিয়া (২১)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ট্রাকটিকে জব্দ দেখানো হয়েছে।
ঘোড়াঘাট থানা সুত্র জানায়, শনিবার (২৫ জুলাই) রাত ১টার দিকে নিয়মিত রাত্রিকালীন ডিউটি করার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলাবাড়ী নামক স্থানে এ,এস,আই সারোয়ার জাহান ও সঙ্গীয় ফোর্স সহ সন্দেহমূলকভাবে ট্রাকটি আটক করে। এসময়, তল্লাশী চালিয়ে ট্রাকের ভিতর থেকে ১৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে, ড্রাইভার ও হেল্পার সহ ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃত ড্রাইভার ও হেল্পার কে বিধিমোতাবেক শনিবার (২৫ জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম।