Sharing is caring!
স্বপ্ন
জলি ফাতেমা রোখসানা
একদা শৈশবে মা বলেছিল শেখ মুজিব হলো বাংলার রত্ন।
পড়ন্ত বিকালে দেখি মা মুজিবের কবিতা পড়ায় মগ্ন।
বললাম মুজিব কবিতা ছাড়া অন্য কবিতা কি নাই?
উত্তরে বললেন ক্রয় করো বাজার থেকে, মুজিবের কবিতা চাই।
শৈশবে- গোষ্ঠিতে বাপ দাদাকে দেখি,সবে আওয়ামীলীগ ভক্ত।
সাধারন ঘরে জন্মালেও সাধ জাগে প্রধানমন্ত্রীকে দেখার স্বপ্ন।
স্বপ্ন দেখা করলাম শুরু,
মুজিবের কবিতা করবো রচনা।
লিখলেই হৃদয়ে জাগে, সেই অতীত বেদনাময় ঘটনা।
সেই থেকে জীবন শুরু আমার কবিতা লেখা।
দুঃখে কাতর আজও পাইনা প্রধানমন্ত্রীর দেখা।