---------- বিচার -----------
-------- শোভা রাণী বিশ্বাস --------
পিছন থেকে টিকটিকিটা যেই মেরেছে ল্যাং,
হুড়মুড়িয়ে পড়লো হাতি টানতে থাকে ঠ্যাং।
দৌড়ে এলো ইঁদুর-বাঁদর,আরো এলো সাপ,
ভয়ে ভয়ে টিকটিকিটা চাইতে থাকে মাফ।
তবু তারা বিচার চেয়ে গেল রাজার কাছে,
বনের রাজা সিংহ শোনে বিষয় কী কী আছে?
সমস্যাটা খুবই জটিল,বছর খানেক আগে,
হাতি মশাই দিয়েছিল হুংকার খুব রাগে।
হুংকারেতে কেঁপে ওঠে টিকটিকিটার নাতি,
তাইতো নাকি ল্যাং খেয়েছে বিশাল দেহের হাতি।
বিচার করে রায় দিয়ে দেয় খাটিয়ে মাথা রাজা,
'সবাই মিলে কান টানো ওর, এটাই আসল সাজা। '
হাতি মশাই নাচতে থাকে রায় ঘোষনার পর,
টিকটিকিটার দেখতে সাজা সইছে না যে তর।
মোটা দু'পা বাড়িয়ে হাতি যেই দিয়েছে লাফ,
টিকটিকিটা কেঁদেকেটে খুঁজতে থাকে বাপ।
*************************************
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.