১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

মহেশপুরে পলাতক আসামীসহ ৫ জুয়াড়ী আটক

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২০
মহেশপুরে পলাতক আসামীসহ ৫ জুয়াড়ী আটক

Sharing is caring!

রবিউল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর ফাড়ির চৌকশ পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২৪/০৭/২০২০ তারিখ রাত ০২.০৫ ঘটিকার সময় মহেশপুর থানাধীন নস্তি গ্রামস্থ পলাতক আসামী মোঃ শরিফুল ইসলাম(৩৪), পিতা-আফজাল @ আকালে এর পাঁকা চার রুম বিশিষ্ট বসত ঘরের পূর্ব পাশের কক্ষ হইতে হইতে জুয়াখেলারত অবস্থায় আসামী ১। মোঃ ইয়াকুব আলী(৩৪), পিতা-মৃত মাহতাব উদ্দিন, মাতা-মৃত সোনাবান বেগম, সাং-নস্তি মাঝেরপাড়া, ২। মোঃ জসিম মন্ডল(৩০), পিতা-ভদু মন্ডল, মাতা-জামেলা বেগম, সাং-জলিলপুর মাঠপাড়া, ৩। শাহজাহান ফকির(৫৬), পিতা-মৃত সুলতান ফকির, মাতা-ফাতেমা বেগম, সাং-যোগীহুদা কলেজপাড়া, ৪। আব্দুল আজিজ মন্ডল(৫০), পিতা-মৃত বাহাজ্জেল মন্ডল, মাতা-জয়তুন নেছা, সাং-বোয়ালিয়া মন্ডলপাড়া, ৫। মোঃ শাহিন মিয়া(২৪), পিতা-মোঃ আমজেদ হোসেন, মাতা-টুকিয়া বেগম, সাং-নস্তি স্কুলপাড়া, সর্ব থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহদের গ্রেফতার করেন এবং জুয়ার আসর হইতে (১) দুইটি পাটি, (২) তিন প্যাকেট সবুজ রং এর DON তাস, (৩) বিভিন্ন মূল্যের বাংলাদেশী টাকার নোট সর্বমোট ১৫,১৭০/-(পনের হাজার একশত সত্তর) টাকা উদ্ধার করেন। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করেন।