দিনাজপুরের বিরামপুরে ইয়াবাসহ ৩ যুবক আটক।
এম এ হাসান, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের বিরামপুরে ইয়াবা ও মোটরসাইকেল সহ ৩ যুবক কে আটক করেছে র্যাব ১৩ এর সদস্যরা।
র্যাব ১৩, দিনাজপুর ক্যাম্প সুত্র জনায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, দিনাজপুর এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি আভিযানিক দল শনিনার (২০ জুন) বিকেলে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন পৌরসভার ৬ নং ওয়ার্ডের মাহমুদপুর আদর্শপাড়া গ্রামস্থ ঘাটপাড় ব্রীজের দক্ষিণ পার্শ্বে আদর্শ স্কুল অভিমুখে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
এসময়, তাদের কাছ থেকে ২৮০ (দুইশত আশি) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয় এবং মাদক বিক্রয়লব্ধ ১,৭৫১/- (এক হাজার সাতশত একান্ন) টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার চকচকা এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ সজীব মন্ডল (৩২), হাকিমপুর (হিলি) উপজেলাধীন সাতকুড়ী এলাকার মোঃ সিদ্দিক মন্ডলের ছেলে মোঃ কাজল (২৯) ও একই উপজেলার বড় ডাংগাপাড়া এলাকার মোঃ জরিব উদ্দিনের ছেলে মোঃ রিপন আহমেদ (২৪)।
সুত্র আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর এর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত।
র্যাব বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.