মোঃ জাকির হোসেন,মাধবপুর প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর অংশে সকাল ১১টার দিকে কাভার্ড ভ্যান-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় ফয়েজ মিয়া (৩০) এর মৃত্যু হয়। নিহত ফয়েজ মিয়া সিলেটের সদর উপজেলার মতিউর রহমানের ছেলে।
শুক্রবার (১২ জুন) সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বেলঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানায়ায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি কাবার ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি পিকাপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়,ফলে পিকাপ টি ধুমড়ে মুচড়ে যায়, এতে পিকাপে থাকা ড্রাইভার সহ ৫জন গুরুতর আহত হয়,এবং ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এর এ.স আই শাহজালাল আহম্মের নেতৃত্বে কনেস্টবল ইমরান ও নুর আইন সহ মাধবপুর থানা পুলিশ,শায়েস্তাগঞ্জ ও ,মাধবপুর ফায়ারসার্ভিস কয়েক ঘন্টা চেস্টা করে তাদের কে আহত অবস্তায় উদ্দার করে মাধবপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্ররন করে।
আহতরা হল বি-বাড়ীয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের আবু সৈয়দ এর ছেলে হান্নান (৪৫) জমির মিয়ার ছেলে জহির (৪০) সিলেট দক্ষিণ সুরমার ময়না মিয়ার ছেলে মিজানুর রহমান( ২৮) ও ফয়েজ মিয়ার ছেলে ইমন মিয়া (২৩) ।
সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়েজ মিয়া মৃত্যুর সংবাদটির সত্যতা নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.