২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধনপুর ইউনিয়নের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতারন

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯
ধনপুর ইউনিয়নের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতারন

Sharing is caring!

 

মোজাম্মেল হক,বিশ্বম্ভপুর প্রতিনিধিঃঃবিশ্বম্ভপুর উপজেলায় ধনপুর ইউনিয়নের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় রবিবার ত্রাণ হিসেবে শুকনো খাবার প্যাকেট (চাল, চিড়া, চিনি, লবন,তেল, নুডুলস, স্যালাইন, মোমবাতি প্রভৃতি) পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ভাইস চেয়ারম্যান বৃন্দ, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি, ধনপুর ইউপি প্যানেল-চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রমুখ। ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবারের পাশাপাশি বিতরণের জন্য ইতোমধ্যে এ ইউনিয়নে জিআর চাল বরাদ্দ করা হয়েছে। বন্যা দুর্গতদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।