আব্দুল করিম, চট্টগ্রামঃ-
ফটিকছড়িতে বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উপজেলার প্রায় সব ক’টি প্রধান সড়কে পানি বেড়েই চলেছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট ও ফসলি জমি।
টানা এক সপ্তাহের অবিরাম বর্ষন ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির বেশ অবনতি ঘটেছে। উপজেলার উপর দিয়ে প্রবাহিত ধুরুং ও হালদা নদীর পানি বিপদসীমার এক ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ বন্যায় ফটিকছড়িতে ২ টি পৌরসভা,১১ টি ইউনিয়নের প্রায় ১ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে।ভেসে গেছে আমনের বীজতলা, মৎস্য ঘের। ক্ষতিগ্রস্থ হয়েছে গ্রামীন অবকাঠামো।
এদিকে বন্যা উপদ্রুত এলাকায় সরকারী ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন।
ফটিকছড়ি ইউএনও সায়েদুল আরেফিন জানান, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরনের জন্য ৩৫ মেট্রিক টন চাউল, এক লাখ টাকা ও ৪’শ পরিবারের মধ্যে ১০ পদের শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.