Sharing is caring!
আব্দুল করিম, চট্টগ্রামঃ-
ফটিকছড়িতে বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উপজেলার প্রায় সব ক’টি প্রধান সড়কে পানি বেড়েই চলেছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট ও ফসলি জমি।
টানা এক সপ্তাহের অবিরাম বর্ষন ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির বেশ অবনতি ঘটেছে। উপজেলার উপর দিয়ে প্রবাহিত ধুরুং ও হালদা নদীর পানি বিপদসীমার এক ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ বন্যায় ফটিকছড়িতে ২ টি পৌরসভা,১১ টি ইউনিয়নের প্রায় ১ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে।ভেসে গেছে আমনের বীজতলা, মৎস্য ঘের। ক্ষতিগ্রস্থ হয়েছে গ্রামীন অবকাঠামো।
এদিকে বন্যা উপদ্রুত এলাকায় সরকারী ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন।
ফটিকছড়ি ইউএনও সায়েদুল আরেফিন জানান, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরনের জন্য ৩৫ মেট্রিক টন চাউল, এক লাখ টাকা ও ৪’শ পরিবারের মধ্যে ১০ পদের শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।