Sharing is caring!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ● ফাইল ছবি
অভিযোগ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২৪ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী তার ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে।
শনিবার (২৩ মে) দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার (২৫ মে) ঈদ উদযাপিত হবে।