২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কমলগঞ্জে নদী ভাঙ্গনে তলিয়ে গেছে কয়েকটি গ্রাম

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯
কমলগঞ্জে নদী ভাঙ্গনে তলিয়ে গেছে কয়েকটি গ্রাম

Sharing is caring!

 

মোঃমালিক মিয়া , কমলগঞ্জ:কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি বন্ধি হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবারের হাজার হাজার মানুষ।

উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন জগনাথপুর কান্দিগাও এলাকায় নদী ভাঙ্গনের কবলে পড়ে প্রায় তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এলাকার অনেক ফসলি জমি মাছের ফিশারি সহ বিভিন্ন রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে।
আদমপুর ইউনিয়নের ঘোরামারা, নাজাতকোনা গ্রামের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ থাকার পরেও মেরামত না করায় পানি বাড়ার সাথে সাথে সে জায়গা দিয়ে পানি প্রবাহিত হয়ে। আদমপুর টু জাঙ্গালিয়া রাস্তা সহ আশপাশের বহু গ্রামের ধানি জমি মাছের ফিশারি পানির নিচে তলিয়ে যায়। কমলগঞ্জ পৌরসভা ৯ নং ওয়ার্ডের রামপাশা গ্রামে ধলাই নদির প্রতিরক্ষা বাধ প্রায় ৭০ ফিট জায়গা নিয়ে ভেঙে জাওয়ায়।সেদিকে পানি প্রবাহিত হয়ে আংশিক কুমড়া কাপন এলাকাসহ রামপুর নারায়ণপুর কান্দিগাও সহ আশপাশের এলাকার ধানি জমি মাছের ফিশারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দিরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। এদিকে এই বৃষ্টি অব্যাহত থাকার কারণে ধলাই নদীর প্রতিরক্ষা বাধ নতুন করে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ তাকায় ভাঙনের লক্ষণ দেখা দিয়েছে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে ধলাই নদির ঝুঁকিপূর্ণ স্থানের আসপাশে বসবাস কারি বহু পরিবারের। ভানুগাছ বাজারের ৬ নং ওয়ার্ডের রেলওয়ে ব্রিজ এর পাশে ও পৌরসভার গোপাল এলাকা সহ বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদির বাধ।

এদিকে বন্যা কবলিত এলাকা পরির্দশন করেছেন মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক চীফ হুইপ বর্তমান হিসাব সংরক্ষণ অনুমতি সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড মো: আব্দুস শহীদ। তিনি শনিবার দুপুর ১টায় রহিমপুর ইউনিয়ন জগনাথপুর, কান্দিগাও ও আদমপুর ইউনিয়নের ঘোরামারা, নাজাতকোনা গ্রামের বন্যা পরিস্থিতি দেখেন এবং স্থানীয় গ্রামবাসীর সাথে কথা বলেন। তিনি বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা জানান এবং বন্যার্তদের পাশে সরকার সব সময় রয়েছে বলেনও বন্যার্তদের আশ্বাস দেন। পরির্দশন শেষে তিনি স্থানীয় মনিপুরী সমাজ কল্যান সমিতির অফিসে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের সাথে এক মত বিনিময় সভা করেন। সভায় দ্রুত বাধ মেরামতের উদ্যোগে নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকতাদের আহবান জানান পরে নাজাত কোনা গ্রামের ধলাই নদীর পানিতে ক্ষতিগ্রস্ত হোসেন মিয়ার পরিবারকে আর্থিক সহযোগীতা করেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, মেয়র জুয়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আব্দাল হোসেন, পিআইও আসাদ্দুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।