১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

মমতাকে সহমর্মিতা জানিয়ে শেখ হাসিনার ফোন

admin
প্রকাশিত মে ২২, ২০২০
মমতাকে সহমর্মিতা জানিয়ে শেখ হাসিনার ফোন

Sharing is caring!

শেখ হাসিনা ও মমতা বন্দ্যো

 

 

অভিযোগ ডেস্ক : ঘূর্ণিঝড় আম্ফানে ভয়াবহ ক্ষতি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। ক্ষয়-ক্ষতির ব্যাপারে খোঁজ-খবর নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শুক্রবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এ ফোনালাপ হয়। এ সময় ফোনে ক্ষয়-ক্ষতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহমর্মিতা জানান তিনি।

 

ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।

 

আম্ফানের আঘাতে কলকাতায় ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২১ মে) তিনি এ তথ্য জানান।

 

নিহতদের মধ্যে কলকাতায় ১৯ জন এবং কলকাতার বাইরের বিভিন্ন জেলায় ৬১ জনের প্রাণহানি ঘটেছে।  প্রাথমিক হিসেবে, আম্পান পশ্চিমবঙ্গের ৪০০ কিলোমিটার এলাকাজুড়ে তাণ্ডব চালিয়েছে।

 

সুপার সাইক্লোন আম্ফানে পশ্চিমবঙ্গের সাত-আটটি জেলা খুবই ক্ষতিগ্রস্ত, আরও চার-পাঁচটি জেলা বিপর্যস্ত হয়েছে বলে জানা গেছে।