২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রোববার সৌদি আরবে ঈদ

admin
প্রকাশিত মে ২২, ২০২০
রোববার সৌদি আরবে ঈদ

Sharing is caring!

ওয়াসিদ আকরাম : সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আর তাই সৌদিসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আগামী ২৪ মে ( রোববার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত।

 

শুক্রবার (২২ মে) সৌদির রাষ্ট্রীয় আদালতের চাঁদ দেখা কমিটি জানায়, দেশটিতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে।

 

সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত রোববার ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে।

 

সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

 

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রভাবে গোটা বিশ্বের মতো মুসলিম দেশগুলোতেও সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সে কারণে অনেক দেশেই স্বাভাবিকভাবে রমজানের তারাবিহ নামাজ পড়া যায়নি।

 

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশ এবার ঈদের জামাত হবে না বলেও জানিয়ে দিয়েছে। কিছু দেশ একেবারেই সীমিত উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।     সুত্রঃ- সময়টিভি।