Sharing is caring!
জামরুল ইসলাম রেজা ছাতক প্রতিনিধিঃ- টানা এক সপ্তাহের বেশী ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় ছাতকের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। উপজেলার বেশির ভাগ রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা সহ নিম্নাঞ্চলের প্রায় প্রতিটা বসত বাড়িতে পানি ঢুকে পড়েছে। চলমান বন্যায় চোঁখেপরার মতো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের ইসলামপুর ইউনিয়ন বাসী। সরজমিনে ঘোড়ে দেখা ইসলামপুর ইউনিয়নের বিশেষ করে বৈশাকান্দি, বাহাদুরপুর, গাংপার নোয়াকুট,রতনপুর, নিজগাউ, বনগাউ, লোবিয়া, দারগাখালি, রহমতপুর সৈদাবাদ, মন্তাজনগর, উত্তর হাদা, দঃ হাদা চাঁনপুর, পান্ডব সহ ইউনিয়নের প্রায় ৩৮ গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। কৃষকরা গরু, ছাগল, মহিষ, ভেরা নিয়ে বড় ধরনের বিপাকে পরেছেন। এদিকে স্থানিয় বাজার গুলো ও পানি বন্দী, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাচ্ছেন না জনসাধারণ, ঘর বন্দী হয়ে আছে মানুষ, সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন, ইউনিয়নের ছনবাড়ি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এড.জাহাঙ্গীর আলম রাসেল জানান, সারফিন টিল্লার মাটি বিভিন্ন খাল, ড্রেনে ফালানোর কারনে খাল ড্রেন বর্তি হয়ে পানি চলাচল বন্দ হয়ে যায়, ফলে পানি উর্ধগামি হয়ে ঘরবাড়িতে ডুকে পরে, এবং রাস্তা ঘাট ভেঙ্গে যায়, নদী ভাংগন প্রকট আকার ধারন করেছে। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কেউ কোনো ধরনের খোঁজখবর বা সহায়তা দিচ্ছে না বলে অভিযোগ ইউনিয়নবাসীর