Sharing is caring!
সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া ঃ
খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে শিশু নির্যাতন ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে শনিবার সকাল সাড়ে দশটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
খেলারঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভপাতি রতন কান্তি দত্তের সভাপতিত্বে ও খেলাঘর জেলা কমিটির সাহিত্য সম্পাদক জুয়েলুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া নাট্যসংস্থার সভাপতি মঞ্জুরুল আলম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আল-আমীন শাহীন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, জেলা নাগরিক কল্যাণের সভাপতি মো. ইয়াকুব আলী, পিস ভিশন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সময় টিভির ব্যুরো চিফ উজ্জল চক্রবর্তী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, নারী নেত্রী স্মৃতি সবুর, রক্তদানের সংগঠন আত্মীয় এর সমন্বয়ক সমীর চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘সারাদেশে আশঙ্কাজনকভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, যা রাষ্ট্রের জন্য খুবেই উদ্বেগজনক। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’
খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার বলেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের কর্মসূচি হিসেবে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে শিশু নির্যাতন-নিপীড়ন, ধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আমি মনে করি আমরা সবাই এক হয়ে কাজ করলে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে।