পুনম শাহরীয়ার ঋতু,বিশেষ প্রতিনিধিঃগাজীপুর কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া এলাকার প্রায় রাস্তা গুলি বেহাল অবস্থা। জন সাধারণ চলাচলে পোহাতে হচ্ছে নানা দূর্ভোগ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এর আনসার একাডেমীর তিন নাম্বার গেইট হতে হাবিবপুর মোর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা। বর্ষার জলে আর মালবাহী ট্রাক চলাচলের কারনে বিভিন্ন জায়গায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।এই এলাকায় প্রায় এক লক্ষাদিক লোকের বসবাস। যাদের মধ্যে বেশির ভাগ শ্রমিক ও চাকুরীজীবী। বিভিন্ন গার্মেন্টস ও কল কারখানায় চাকুরী করে।এবং বেশিরভাগ আনসার সদস্য এই এলাকায় বসবাস করে। আসে পাশে বেশ কয়েকটি স্কুল কলেজ থাকায় বেশির ভাগ শিক্ষার্থী এ পথেই চলাচল করে।আর তাছারা বিশ্বাসপাড়া,হাবীবপুর,
আজুলীপাড়া,কবিরপুর,বাড়ইপারা সহ আসে পাশের এলাকার জনগণ চলাচলের একমাত্র রাস্তা এটি।তিন নাম্বার হতে বিশ্বাসপাড়া পর্যন্ত ১ কিলোমিটার রাস্ত কালিয়াকৈর পৌরসভাধীন আর বিশ্বাসপাড়া হতে হাবীবপুর পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা মৌচাক ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের আওতাধীন যার ফলে গত তিন বছরে এ রাস্তায় কোন উন্নয়নকাজ হয়নি।যার ফলে এই এলাকার বসবাসরত সাধারণ জনসাধারণের যেন ভূগান্তির শেষ নেই। এলাকাবাসীদের কথা বলে যানাজায় ভারী বৃষ্টিপাত আর ট্রাক চলাচলের কারনে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পরেছে।রাস্তায় চলাচলের যানবাহন হিসেবে একমাত্র অট্রোরিক্সা ও ব্যাটারি চালিত ইজিবাইক। কিন্তু রাস্তায় এমন ক্ষদাক্ষন্দের কারণে সময় মত কোন অট্রোরিক্সা পাওয়া যারনা যার ফলে যথা সময়ে কর্মস্থলে যাওয়া অসহনীয় পরেছে এই এলাকায় বসবাসরত চাকুরীজীবীদের।এমন কি স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা সময় মতো স্কুল কলেজে যেতে পারেনা।এলাকাবাসীরা আরো বলেন গত তিন বছরে এই এলাকায় রাস্তাঘাটে কোন প্রকার উন্নমনের ছোঁয়া লাগেনি।অনেকবার এই এলকার জনপ্রতিনিধিরা ভোটাভোটির সময় কথা দিয়েছে যে রাস্তা টি সংস্কার করার। কিন্তুু প্রতিশ্রুতি দেয়া সত্বেও রাস্তা সংস্কার এর কোন ছোঁয়া লাগেনি।এবং এলাকা থেকে কোন অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া আরো দুস্কর। তাই এলাকাবাসীর দাবী অতিলম্বে কতৃপক্ষের দৃষ্টি আকর্ণন এনে যেন রাস্তাটি সংস্কার করা হয়।