২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঐতিহ্যবাহী সেন্ট্রাল পরিবারের দায়িত্ব নিলেন জামালগঞ্জের পরিচয় মুখ তরুণ ও মেধাবী ছাত্র।

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯
ঐতিহ্যবাহী সেন্ট্রাল পরিবারের দায়িত্ব নিলেন জামালগঞ্জের পরিচয় মুখ তরুণ ও মেধাবী ছাত্র।

Sharing is caring!

কৌশিক তালুকদার জামালগঞ্জ প্রতিনিধিঃজামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের রাজাবাজ গ্রামের কৃতি সন্তান, তরুণ ও মেধাবী ছাত্র রাসেন্দ্র মোহন তালুকদার।তিনি হরেন্দ্র তালুকদার এবং জ্যোৎস্না রানী তালুকদার এর সর্বকনিষ্ঠ পুত্র। খুব ছোট বেলা থেকেই তিনি বিভিন্ন সামাজিক সংঘটনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি একাধারে “নির্বাণ ব্লাড কানেকশন” এর প্রতিষ্ঠাতা সভাপতি।

নয়মৌজা সমাজকল্যাণ যুব সংঘের সহ- সভাপতি, শ্রী চৈতন্য সেবা সংঘের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার সিলেট সদর উপজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক।সেই সাথে তিনি ৩৬০ অাওলিয়া ও শ্রী চৈতন্যের পূন্যভূমি সিলেট শহরের “অনুশীলন একাডেমির” দীর্ঘ ৮ বছর যাবত সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।সর্বোপরি, (২০১২-২০১৩) রোটাবর্ষ হতে রোটারী ইন্টারন্যাশনাল এর পাটনার ক্লাব ও সিলেটের প্রথম এবং ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংঘটন “রোটারেক্ট ক্লাব অফ সিলেট সেন্ট্রাল” এর বিভিন্ন সময়ে ক্লাব সহসভাপতি সহ সেক্রেটারীর দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি ১লা জুলাই ২০১৯ রোটাবর্ষহতে ৩০ জুন ২০২০ রোটাবর্ষ সময় সীমার সভাপতির দায়িত্ব পালন করবেন।
এমতাবস্থায় তিনি সকলের দোয়া ও অার্শীবাদ কামনা করছেন। ফেনারবাঁক ইউনিয়নের রাজাবাজ গ্রামের কৃতি সন্তান, তরুণ ও মেধাবী ছাত্র রাসেন্দ্র মোহন তালুকদার।তিনি হরেন্দ্র তালুকদার এবং জ্যোৎস্না রানী তালুকদার এর সর্বকনিষ্ঠ পুত্র। খুব ছোট বেলা থেকেই তিনি বিভিন্ন সামাজিক সংঘটনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি একাধারে “নির্বাণ ব্লাড কানেকশন” এর প্রতিষ্ঠাতা সভাপতি।

নয়মৌজা সমাজকল্যাণ যুব সংঘের সহ- সভাপতি, শ্রী চৈতন্য সেবা সংঘের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার সিলেট সদর উপজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক।সেই সাথে তিনি ৩৬০ অাওলিয়া ও শ্রী চৈতন্যের পূন্যভূমি সিলেট শহরের “অনুশীলন একাডেমির” দীর্ঘ ৮ বছর যাবত সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।সর্বোপরি, (২০১২-২০১৩) রোটাবর্ষ হতে রোটারী ইন্টারন্যাশনাল এর পাটনার ক্লাব ও সিলেটের প্রথম এবং ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংঘটন “রোটারেক্ট ক্লাব অফ সিলেট সেন্ট্রাল” এর বিভিন্ন সময়ে ক্লাব সহসভাপতি সহ সেক্রেটারীর দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি ১লা জুলাই ২০১৯ রোটাবর্ষহতে ৩০ জুন ২০২০ রোটাবর্ষ সময় সীমার সভাপতির দায়িত্ব পালন করবেন।
এমতাবস্থায় তিনি সকলের দোয়া ও অার্শীবাদ কামনা করছেন।