২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে নদী খালের ভাঙ্গনে অর্ধশত গ্রাম প্লাবিত

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯
ফটিকছড়িতে নদী খালের ভাঙ্গনে অর্ধশত গ্রাম প্লাবিত

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

ফটিকছড়ি উপজেলার নিম্নাঞ্চল সহ প্রায় অর্ধ শত গ্রাম প্লাবিত হয়েছে। হালদা নদী, ধুরুং নদী, সর্তা, গজারিয়া, তেলপারী,লেলাং, বার মাসিয়া ও ফটিকছড়ি খালসহ বিভিন্ন খালের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানের পুরনো ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। উপজেলার গহিরা-হেয়াঁকো সড়কের আমতলী,চাড়ালিয়াহাট, শাহনগর, চৌমুহনী, ফটিকছড়ি পৌরসভা হতে উত্তর ফটিকছড়ির হেয়াঁকো পর্যন্ত কয়েকটি স্থানে প্রধান সড়কে সেতুর কাজ চলার কারনে বিকল্প সেতু গুলো যে কোন সময় ডুবে উত্তর ফটিকছড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।