আব্দুল করিম, চট্টগ্রামঃ
নগরীর কাস্টম মোড় থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, গাড়ির ইঞ্জিন বিকল হওয়াসহ বিভিন্ন কারণে এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ সময় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে দেখা যায়।
যানজটে আটকে থাকা যাত্রীদের মধ্যে এনামুল হক বলেন, একটা কাজে ইপিজেড যাওয়ার জন্য গাড়িতে উঠেছি কিন্তু কখন পৌঁছাবো জানি না। প্রায় একঘণ্টা ধরে জ্যামে আটকে আছি। বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়ারও সুযোগ নেই। কি করবো কিছুই বুঝতে পারছি না। ৬ নং রুটের বাস চালক ইব্রাহিম বলেন, এই রুটে এমন জ্যাম আর দেখিনি।
পানির মধ্যে অনেক গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। আবার অনেক গাড়ি গর্তে পড়ে গেছে। এসব কারনেই আসলে যানজট হচ্ছে। এছাড়া, কাস্টমসহ কয়েকটি মোড়ে লরি গাড়ি ঘুরাতে গিয়েও যানজটের সৃষ্টি হয়।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হুদা জানান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, সিএমপি পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করছেন। আশা করছি কিছু সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.