Sharing is caring!
পুনম শাহরীয়ার ঋতু : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই)সকালে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় ময়মনসিংহ বিভাগ এবং জেলা ও সদর উপজেলা পরিববার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র্যালী, আলোচনা, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনষ্ঠিত হয়। বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়। এরপর ময়মনসিংহ বিভাগ পরিববার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি। এছাড়াও এসময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডি.আই.জি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, ডেপুডি সিভিল সার্জন পরিক্ষিত পাড় প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে এরপর আলোচনা অনুষ্ঠান শেষে ২০১৮-১৯ পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট বিতরণ অনষ্ঠিত হয়