জাহিদুল ইসলাম, গাইবান্ধাঃদুই-তিন দিন যাবৎ বৃষ্টির কারনে ফুটেজ ও তার নমুনা সাদুল্ল্যাপুর উপজেলা থেকে ২ কিলোমিটার পশ্চিমে ধাপেরহাট রোডের খোদ্দ রুহিয়া গ্রামের মধ্য দিয়ে যে রাস্তা অতিবাহিত হয়েছে তার যে বেহাল দশা। সেখানে গেলে অনেক যাত্রীর বুকের ভিতর ধড়-পর শুরু করে বলে সেই রাস্তার যাত্রী বাহি ড্রাইভার ও যাত্রীরা বলে, তারা আরো বলে যে রাস্তার ডান পাশে একটি পুকুর ও বাম পাশেও পুকুর আছে, যাত্রি বাহি যদি কোনো গাড়ি উলটে যায় তাহলে তারা পুকুর যাবে, এবং ইতিপূর্বে বেশ কয়েকবার অটো গাড়ি, ব্যাটারি চালিত ভ্যান, মোটর ছাইকেল আরোহি, বাইসাইকেল (দ্যা চক্রোজান) সহ অনেক যাত্রী এক্সিডেন্ট হয়ে পুকুরে পড়ে যায়, তখন তাদের খতির আসংখা বাড়তে থাকে বলে সেখান কার স্থানিয় লোকজন সহ পরিদর্শনের সময় সেখান কার যাত্রি গনও রাস্তার বেহাল দশা সর্ম্পকে যানায়। রোডেই বেশির ভাগ জায়গাতেই রাস্তার উপরের পিচ ডালা রাস্তার পিচ উঠে গিয়েছে। সেই সব জায়গাতে গেলেই যাত্রি তার গাড়ি ধেকে নেমে ভাঙ্গা জায়গা পাড় হয়ে গাড়িতে উঠে তার যাত্রা শুরু করতে হয়।
সাদুল্ল্যাপুর ধেকে ধাঁপেরহাট রোডের বেশ কিছু জায়গার বেহাল দশা।
এই যদি হয় রাস্তার অবস্থা, তাহলে যানবাহন চলা-চল করবে কি ভাবে?
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.