এম আব্দুল করিম,সিলেট জেলা প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধের জেরে আব্দুল মালিক ওরফে মানিক মিয়া নামের বৃদ্ধকে নির্যাতন ও হত্যার হুমকি দাতা কোন আসামীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঘটনা ও থানা পুলিশে অভিযোগ দায়েরের প্রায় মাস পেরিয়ে গেলেও এখনো ধরা-ছোঁয়ার বাহিরে আসামীরা। করোনা ভাইরাসের লকডাউনের ফলে পুলিশের ব্যস্থতার সুযোগ নিয়ে আসামীরা গা-ঢাকা দিয়েছে। আসামীরা গ্রেফতার না হওয়ার ফলে অজানা শঙ্কায় দিন কাটাচ্ছেন বৃদ্ধ দম্পতি।
তার স্ত্রী জীবনের নিরাপত্তা চেয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব-৯) অভিযোগ দায়ের করেছেন। স্মারক নং-৯৯২। এর আগে গত ২৯ মার্চ প্রাণনাশের আশংকায় ভীত হয়ে গোলাপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধ আব্দুল মালিক। যার নং-২১।
আরো পড়ুন » গোলাপগঞ্জে বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধ: বৃদ্ধকে নির্যাতন ও হত্যার হুমকি
আব্দুল মালিক দীর্ঘদিন থেকে প্যারালাইসিসের (পক্ষাঘাতগ্রস্থ) রোগী। এমতাবস্থায় শারীরিক ও মানষিক নির্যাতনের ফলে তিনি আরো ভেঙ্গে পড়েছেন। আব্দুল মালিকের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি পক্ষাঘাতগ্রস্থ রোগী, আমার শরীরের বা-পাশে পরিপূর্ণ শক্তি নেই। একা চলাচলের সাহস করিনা।
তিনি জানান, মামলার আসামীরা প্রায়ই নিজেদের বাড়িতে আসে আবার চলে যায়, মামলা তুলে বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দেয়। তিনি বলেন, পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ করোনা ভাইরাসের অজুহাত দেখায়।
প্রসঙ্গত, বাদী আব্দুল মালিকের সাথে একই গ্রামের (শ্রীবহর কোনারচর) সিরাজ উদ্দিন, তার দুইপূত্র সাদেক আহমদ ও সাহিদ আহমদের দীর্ঘদিন থেকে দেওয়ানী মামলা চলছে।
তাদের বাড়িতে বিদ্যু্ৎ সংযোগ রয়ে্ছে। গত ২৭ মার্চ সকালে আব্দুল মালিকের প্রতিপক্ষ সিরাজ উদ্দিন গং জোর পূর্বক নিজস্ব ইলেকট্রিশিয়ান দিয়ে নতুন বিদ্যুৎ লাইন টানতে পায়তারা করেন।
এসময় আব্দুল মালিক বাধা দিলে প্রতিপক্ষের লোকজন দা, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মালিকের উপর হামলা চালায়। তাকে দাদিয়ে কোপ দেয়।
এসময় তার স্ত্রী আলতারুন্নেছা প্যারালাসিসের রোগী স্বামীকে বাঁচাতে আসলে হামলাকারীরা তাকেও আঘাত করে। পরে তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.