চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-
আগামী ১৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিসের পাশাপাশি এটিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে ওইদিন উদ্বোধন হলেও পরদিন ১৮ জুলাই ভোর ৫টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা ট্রেনে চেপে প্রথম ঢাকা যাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ উদ্বোধনের একদিন পর থেকে আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা পর্যন্ত যাতায়াত করবে।
বুধবার (১০ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে পরিদর্শনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা মনিম উদ দৌলা চৌধুরী, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতি, সাবেক কাউন্সিলর শাখায়াত হোসেন শওকত প্রমুখ।
পরে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.