২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ – ঢাকা আন্তঃনগর ট্রেনের ১৭ জুলাই ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ – ঢাকা আন্তঃনগর ট্রেনের ১৭ জুলাই ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Sharing is caring!

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-
আগামী ১৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিসের পাশাপাশি এটিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে ওইদিন উদ্বোধন হলেও পরদিন ১৮ জুলাই ভোর ৫টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা ট্রেনে চেপে প্রথম ঢাকা যাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ উদ্বোধনের একদিন পর থেকে আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা পর্যন্ত যাতায়াত করবে।

বুধবার (১০ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে পরিদর্শনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা মনিম উদ দৌলা চৌধুরী, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতি, সাবেক কাউন্সিলর শাখায়াত হোসেন শওকত প্রমুখ।

পরে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।