Sharing is caring!
স্বপ্ন দেখা যায় সারা জীবন, কিন্তু সঠিক সময় না-পেলে স্বপ্ন বাস্তবায়ন করা যায় না। তারুণ্যের প্রথম পিপাসা তৈরি হয় স্বপ্ন থেকে। যে জাতির তরুণ প্রজন্ম স্বপ্ন দেখতে পারে না সে জাতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। উপযুক্ত পরিবেশ না-পেলে বাস্তবায়নযোগ্য স্বপ্নও দেখা সম্ভব হয় না।
স্বপ্ন দেখার জন্য সুস্থ সুন্দর পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব রাষ্ট্রের। স্বপ্নকে প্রশ্রয় দেওয়ার দায়িত্ব মা-বাবার এবং সমাজের। আর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পৃৃষ্ঠপোষকতাও দরকার।
স্বাধীনভাবে চিন্তা প্রকাশ করার পরিবেশ না পেলে আমরা নতুন নতুন স্বপ্ন দেখতে পারি না। আমাদের যা নেই, আমরা যাকিছুর অভাব বোধ করি, সেই অভাব পূরণ করার জন্যই আমরা স্বপ্ন দেখি। পাখির মতো ওড়ার স্বপ্ন না দেখলে আমরা কোনোদিনও পৃথিবীর এপ্রান্ত ওপ্রান্তে উড়ে বেড়াতে পারতাম না।
আমরা কিন্তু আমাদের অভাবগুলিও সহজে ধরতে পারি না। পৃথিবীকে না জানলে, সমগ্র বিশ্বকে আবিষ্কার করতে না পারলে নিজস্ব অভাবগুলি কখনো ধরা দেয় না।
অভাব পূরণ করার তাগিদগুলিও তারুণ্যের পিপাসার মধ্যে পড়ে। তারুণ্যে পিপাসাগুলি মূল্যায়ন করাটাই মেধা বিকাশের প্রথম ধাপ।
তারুণ্যের পিপাসা, প্রতিদিন একটু একটু করে লেখা চলছে। দুই শতাধিক পৃষ্ঠা ছাড়িয়ে যাবে এই মোটিভেশনাল বই। আশা করছি, এই বই যে-কোনো বয়সের পাঠককে অনুপ্রাণিত করবে।