Sharing is caring!
আব্দুল করিম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম জেলা ঃ-
নাম তপন কান্তি নাথ (৪২)। ছদ্মনাম মুহাম্মদ হাসান । হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চলে অন্তত ২০০ বিয়ে পড়ান তিনি। তপন হাটহাজারী পৌরসভার মীরেরখীল নাথ পাড়ার হরিপদ নাথে ছেলে। তার সাথে সহকারী ও হুজুর হিসেবে দায়িত্ব পালন করেন এহসানুল হক (২৬) নামে অপরজন। সে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ড়ের সালামত উল্লাহর বাড়ির মৃত এজাহারুল হকের ছেলে।
তপন নিজেকে কখনো এ্যাডভোকেট, কখনো কাজি পরিচয়ে মানুষকে ধোকা দিয়ে আসছে দীর্ঘদিন ধরে।
রোববার (৩০) জুন রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তাদের ধরতে অভিযান চালায়। এ সময় তাদের পৌরসভার মেডিকেল গেইটের উত্তর পাশে ইদ্রিস ভবন (বিদ্যুৎ অফিসের সামনে) থেকে তপন কান্তি নাথ ছদ্মনাম হাসান ও এহসানুল হককে করেন।
হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন সিপ্লাসকে জানান, কাজি পরিচয়ে দিয়ে আটক তপন এ পর্যন্ত ২০০ বিয়ের রেজিস্ট্রি করেছেন, কাবিননামা দিয়েছেন। গ্যারান্টি সহকারে বাল্য বিয়ে, ভুয়া বিয়ে, কন্টাক্ট বিয়েসহ নানারকম ঝামেলার বিয়ে পড়ান বলে স্বীকার করেছেন তারা।