মনির সরকারঃ আজ সৌদিতে করোনায় মারা গেছে ৬ জন। সেই সাথে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৪৭২ জন।
যা একদিনে আক্রান্ত হবার আগের সকল রেকর্ড ছাপিয়ে গেছে। এই খবর সৌদি প্রেস এজেন্সি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে নিশ্চিত করেছে।
আজ সৌদিতে করোনায় মারা গেল ৬ জন : নতুন আক্রান্ত ৪৭২ জন !
বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৪৯৩৪ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে থেকে আরো ৪৪ সুস্থ হয়েছে বাড়ি ফিরেছে।এই নিয়ে এখন পর্যন্ত সৌদিতে মোট ৮০৫ জন সুস্থ হলেন।
আজকের নিহত ৬ জন নিয়ে মোট নিহতের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৬৫ জনে।
নীচে সৌদি আরবের কোন কোন অঞ্চলে ঠিক কত জন মারা গেছে তার একটি তালিকা দেওয়া হল। যথারীতি সবার উপরে আছে রিয়াদের নাম।
রিয়াদ : ১১৮ জন
মদিনা : ১১৩ জন
মক্কা : ৯৫ জন
জেদ্দা : ৮০ জন
তাবুক : ২২ জন
আরার : ৮ জন
খুলাইস : ৮ জন
তাইফ : ৮ জন
হুফুফ : ৭ জন
খামিস মুশাইত : ৫ জন
বুরিদাহ : ২ জন
এছাড়া আল-কানফুদা , নাজরান, আল-খারজ, দাহরান , সাবত আল-আলাইয়া এবং আহাদ রুফাইদাহ অঞ্চলে একজন করে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী ৭০% করোনায় নিহত রোগী প্রবাসী। আমাদের এক রিপোর্টে এসেছে এদের ২২.৩৪% প্রবাসী বাংলাদেশী
এই দিকে করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার, এবং করোনাভাইরাস নিয়ে নির্দেশনা না মানলে নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবার ব্যাপারে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবে ইতিমধ্যেই সকল গণপরিবহন বন্ধ করা হয়েছে, এবং ২৪ ঘন্টার কারফিউ জারি করা হয়েছে মক্কা, মদিনা, রিয়াদ সহ গুরুত্বপূর্ন সকল শহরে ও সকল গুরুত্বপূর্ন প্রদেশে। জরুরি প্রয়োজন ছাড়া যদি কেউ এই কারফিউ অমান্য করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি আরবে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে, এবং এই রোগীর সংখ্যা কমানোর জন্য প্রয়োজনীয় সকল সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি রাষ্ট্রীয় খরচে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছে সৌদি সরকার।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.