Sharing is caring!
শেষ প্রত্যাশা
সিরাজুল ইসলাম দুলাল বি,এস,সি
আমি কি আবার দেখতে পাবো
আমার মাঝে হারিয়ে যাওয়া সেই ক্ষণ।
আমি কি আবার শুনতে পাব-
আমার প্রত্যাশার সেই সোনালী সকাল,
যা আমার অতৃপ্ত আত্মার আকুতি।
আশা করেছিলাম মুছে যাবে প্রত্যাশার গ্লানি,
অব্যক্ত মনের এই সুর লহরী,
যতদিন রইব এই ভূ খাতায় ।
মমতা স্নেহের সুধার অমর বাণী,
কেবল শুভ্র পত্রের চিহ্ন খানি।
হাজারো লাখো জনতার স্রোত ধারে
আমার এই ক্ষীণ লেখা ,কেউ কি দেখবে!
বিদগ্ধ তনু মনে, আমার মত আপনজনে।