মোঃ শাকিল আহম্মেদ : মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্র ও কায়েতপাড়া ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের বাসিন্দা সোলমান মিয়ার ছেলে শাহিন এর দুইটি কিডনি নষ্ট হয়ে যায়। সে চিকিৎসাধীন থাকলেও তার দরিদ্র বাবার পক্ষে একা চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছিলো না। তাই তার কিছু বন্ধু এবং এলাকায় একজন বড় ভাই ফরহাদ আহম্মেদ ও আলোড়ন নিউজ প্রতিনিধি মোঃ শাকিল আহম্মেদ নিজেদের উদ্যোগে শাহিনের কলেজের ছাত্র সংসদ এর কাছে সাহায্যের জন্য আবেদন করে। তাদের আবেদনে সরকারি মুড়াপাড়া কলেজের ভিপি জনাব শাহারিয়া পান্না সোহেল নগদ ১০,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করে এবং শাহারিয়া পান্না সোহেল ভিপির নির্দেশে মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ এর পক্ষ থেকে কলেজ কেম্পাস এর শিক্ষার্থীদের কাছে শাহিনের জন্য সাহায্য চাইলে শিক্ষার্থীরা সবাই শাহিন কে সাহায্যের হাত বারিয়ে দেন। শিক্ষার্থীদের দেওয়া চাঁদা পরিমান ছিলো প্রায় নয়হাজার টাকা তার একদিন পর শাহিনের জন্য আর্থিক সাহায্য চাওয়া হয় কাজী আবদুল হামিদ হাই স্কুলের শিক্ষার্থীদের কাছে এবং রূপগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের কমকর্তাদের কাছে এবং তারা শাহিন কে যে যার মতো করে সাহায্যের হাত বারিয়ে দেন। তাদের দেওয়া মোট চাঁদা পরিমান ১১,৮৫৭ টাকা।
এই পযন্ত শাহিনের চিকিৎসা জন্য মোট কালেকশন এর পরিমান হলো ৩২৩৭২ টাকা শাহিনের চিকিৎসার জন্য আরো বিপুল পরিমানের অর্থের প্রয়োজন তাই সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করে শাহিনের পরিবার।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.