সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর নামক স্থানে বুধবার ট্রাকের ধাক্কায় পিতা সেলিম রেজা (৪০) ও কন্যা সুমাইয়া আক্তার (১১) নিহত হয়েছেন। ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের নওশের আলী মোল্লার ছেলে সেলিম রেজা গ্রামীন ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে মাগুরায় কর্মরত ছিলেন।
আর মেয়ে সুমাইয়া হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন স্ত্রী ও ছোট একটি ছেলে সন্তান। বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রামীন ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজা সকালে মোটর সাইকেল যোগে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিলেন। তিনি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ৪ জনই গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম রেজারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে গোয়ালন্দন একটি ক্লিনিকে বেলা ১২টার দিকে মৃত্যু বরণ করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এদিকে দুর্ঘটনায় পিতা ও কন্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রতনহাট গ্রামে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.