মনির সরকার, সৌদি আরব প্রতিনিধি :
সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ২৪ ঘন্টার কারফিউ জারি করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবের রিয়াদ, তাবুক, দাম্মাম, দাহরান, হুফুফ শহর এবং জেদ্দা, তাইফ, কাতিফ ও আল খোবার প্রদেশসমূহে ২৪ ঘন্টার কারফিউ জারি করা হয়েছে!
রিয়াদ, দাম্মামসহ বেশিরভাগ শহরে ২৪ ঘন্টার কারফিউ জারি!
আজ মঙ্গলবার (৭ মার্চ) এই ২৪ ঘন্টা কারফিউ এর সিদ্ধান্ত নেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর এই সিদ্ধান্তের ঘোষণা গণমাধ্যমকে জানায় সৌদি প্রেস এজেন্সি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত শহরগুলোতে এবং উল্লেখ করা প্রদেশগুলোর সম্পূর্ণ এলাকাতেই ২৪ ঘন্টা কারফিউ জারি করা থাকবে।
জরুরি প্রয়োজন ছাড়া দিনের কোন সময়ে কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। তবে যারা জরুরি পেশায় যুক্ত আছেন, তারা এই কারফিউ এর আওতার বাইরে থাকবেন।
উল্লেখ্য যে, যেকোন জরুরি চিকিৎসা সেবার জন্য, এবং অত্যান্ত জরুরি যেকোন দরকারে উপযুক্ত প্রমানসহ কারফিউ চলাকালীন সময়ে বের হওয়া যাবে।
এছাড়াও খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য এলাকার ভেতরে সকাল ৬টা থেকে ৩টা এর মধ্যে নিয়ন্ত্রিতভাবে বের হওয়া যাবে, এবং যদি কেউ কারফিউ এর নিয়ম অমান্য করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইতিপূর্বে করোনাভাইরাসের ছড়ানো বন্ধ করার লক্ষ্যে সমগ্র সৌদি আরবে বিশেষ কারফিউ জারি করা হয়েছিলো। এই কারফিউ মোতাবেক সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখার ও নিজ ঘরে অবস্থান করার কথা বলা হয়েছিলো সবাইকে।
পরবর্তীতে মক্কা, রিয়াদ ও মদিনা শহরে কারফিউ এর সময় বাড়িয়ে কারফিউ আরো জোরদার করা হয়, এবং আজকে নেয়া এই সিদ্ধান্তের ফলে ২৪ ঘন্টাই কারফিউ জারি থাকবে সৌদি আরবের বড় সকল শহর এবং বেশকিছু প্রদেশে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.