Sharing is caring!
হেলাল আহমদ :- মোঃ অাকবর হোসেন শাহীন। পিতা মৃত ইব্রাহিম, মাতা হালিমা খাতুন। গ্রাম উত্তর তারা কুচা ডাকঘর আমজাদ হাট থানা ফুলগাজী জেলা ফেনী, বাংলাদেশ। তার বয়স ২৭ বছর। দুই বছর ওমান প্রবাসী থেকে জীবন গটনে পারিবারিক সামাজিকভাবে ঘর সংসার সাজাইতে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্ত বিবাহের দেড় মাস পার হতে না হতে শারীরিক অসুস্থতা দেখা দেয়।শাহীনের শুরু হয় প্রচন্ড মাথা ব্যাথাসহ বমি। শাহীনের শাশুড়ীর সহযোগিতায় দেখানো হয় ডাক্তার। প্রাথমিকভাবে ডাক্তার কিছু ঔষধ সেবনে দিলে সময়সীমা পার হলে আবার যাওয়া হয় ডাক্তারের নিকট। কিছু পরিবর্তন না দেখে ডাক্তার বিভিন্ন কিছু পরীক্ষা করতে বলে।ডাক্তারের পরামর্শে পরীক্ষা – নিরীক্ষা করার পর ধরা পড়ে শাহীনের দুই কিডনিই ড্যামেজ। প্রায় ১ বছর ৪ মাস ধরে সপ্তাহে কমপক্ষে ২ বার ডায়ালাইসিস করতে হয় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সেনডোরে। এছাড়া ডাক্তার
শাহীনের গাইডিয়ানদের জিজ্ঞেস করলে ফ্যামিলিতে এমন কেহ আছে কিনা একটা কিডনি দেয়ার উত্তরে বড় ভাই জানিয়েছে কেহ নেই এমন দান করার।
বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৭০০০ টাকার প্রয়োজন। পরিবারে যাহা সামান্য জমি ছিল তাহা বিক্রি করে এতদিন চিকিৎসা খরচ চালানোর পরে এখন আর পরিবারের পক্ষে খরচ চালানো প্রায় অসম্ভব।
তাই দেশ এবং বিদেশের বৃত্তবান ও দয়াময় সকল ভাই ও বন্ধুদের কাছে সাহায্য চাওয়া ছাড়া আর উপায় নেই বলে জানান শাহীন ও তার পরিবার। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় পারে শাহীন কে বাঁচাতে।তাই সবাই এগিয়ে আসুন মানুষ মানুষের জন্য মানবতায় সাড়া দিয়ে আল্লাহ যেন শাহীনকে দীর্ঘায়ু করেন।
যোগাযোগ:-
রোগী:- ০১৮৫১৮৩৯৫৬৫
রোগীর বড় ভাই :- ০১৮২৯২৮২০৬৩
সাহায্য পাঠানোর ঠিকানা :
রোগী :- ০১৮৫১৮৩৯৫৬৫ (রকেট)
০১৮১৫০৬৩৪৬০ (বিকাশ)