২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলা আহম্মদপুর ও চিত্রী সর:প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯
বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলা  আহম্মদপুর ও চিত্রী সর:প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

Sharing is caring!

 

মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি শিশুরা খেলাধুলায়ও পারদর্শী হয়ে উঠার লক্ষ্যে সৃষ্ট ফুটবল প্রতিযোগীতায় শনিবার (০৬.০৭) উপজেলার পৌর এলাকার নারায়নপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব এবাদুল করিম বুলবুল। এ সময় প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে জাতির জনক বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতি সম্বলিত গোল্ডকাপ সম্মাননা স্মারক দিয়ে স্বাগত জানানো হয়। ছেলেদের বঙ্গবন্ধুর গোল্ডকাপ কাপ ফাইনালে ভোলাচং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে মেয়েদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফাইনালে মেরকুটা (দ) সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চিত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মেহেদী হাসান, জেলা আ’লীগের সদস্য শাহরিয়ার বাদল, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার সায়মূল হুদা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আওয়াল, উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা যুবলীগ সভাপতি সামস্ আলম, প্রা:শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা ।