Sharing is caring!
ক্রাইম রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার এম হাবিজ উদ্দিন কেজি স্কুল মাঠে রোববার দুুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপির হাত থেকে নেওয়া তিন অসহায় নারীর কাছ থেকে কেড়ে নেয় পৌর কর্মচারী আরিফ।
মন্ত্রীর হাত দিয়ে দেওয়া ওই তিন অসহায় নারীর কাছ থেকে খাদ্য সামগ্রী কেড়ে নেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি পৌরসভার ৮নং ওয়ার্ডের হাফিজ উদ্দিন স্কুলে ত্রান বিতরল করেন।
এ সময় তিনি নিজ হাতে ওই এলাকার রুমা আক্তার, হাজেরা বেগম ও জসিম উদ্দিনের হাতে ত্রাণ তুলে দিয়ে মন্ত্রী চলে যান।
মন্ত্রী চলে যাবার পর পৌরসভার কর্ম সহায়ক কর্মচারী আরিফ হোসেন অপমাণ অপদস্ত করে তিনজনের খাদ্যসামগ্রী কেড়ে নেয়।
এ সময় অসহায় তিন নারী কান্নায় ভেঙ্গে পড়েন।
এ সময় এলাকার লোকজন প্রতিবাদ করলে ওই কর্মচারী এলাকাবাসীর সাথে চরম খারাপ আচরণ করে।
খাদ্য কেড়ে নেওয়া রুমা আক্তার জানান, মন্ত্রী আমাকে খাদ্য সামগ্রী দেওয়ার পর ওই আরিফ আমার ও আরোও দুই জনের খাদ্য সামগ্রী কেড়ে নেয়।
তিনি কারোও বাধা না মেনে জোর করে খাদ্য সামগ্রী নেওয়ার পর তা কিছু পড়েও যায়। আমাদের কোন কথা না শুনে খাদ্য সামগ্রী কেড়ে নেয়।
আমাদেও কাছে পৌর সভা থেকে দেওয়া তালিকার একটি স্লিপ থাকার পরও আমাদের খাদ্য সামগ্রী কেড়ে নেয়।
অভিযুক্ত পৌরসভার কর্মসহকারী কর্মচারী আরিফ হোসেন জানান,মন্ত্রী যাদের খাদ্য সামগ্রী দিয়েছে তাদের তালিকায় নাম ছিল না।
ফলে খাদ্য সামগ্রী ফিরিয়ে নিয়ে নিয়েছি। তবে তিন জনের নয় এক জনের খাদ্য সামগ্রী নিয়েছি।
৮নং ওয়ার্ডের বাসিন্দা ও গাজীপুর জেলা কৃষকলীগের সদস্য আব্দুল হামিদ জানান, মন্ত্রীর হাত থেকে খাদ্য সামগ্রী নেওয়ার পর পৌরসভার কর্মচারী আরি হোসেন,সলেমানসহ কয়েকজনে জোর কওে খাদ্য সামগ্রী কেড়ে নেয়।্ প্রতিবাদ
করলে তারা আমাদের সাথে খারাপ আচরন করে।
কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, এ রকম সংবাদ শুণে দ্রুত তাদের
বাসায় খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।