১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

রাজধানীর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রনে

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
রাজধানীর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রনে

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় জনতা টাওয়ারের পাশে কলার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহাসে আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় রাত ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাত সাড়ে ১১টায় এ সংবাদ লেখা পযন্ত আগুন পুরোপুরি নির্বাপন হয়নি।

 

তেজগাও থানা ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, কারওয়ান বাজার হাফেজ খান মার্কেটের নিচ তলায় কলার আড়ত। ওই মার্কেটের তৃতীয় তলায় ম্যাস করে অনেকেই থাকেন। সেখানে রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়।কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মাহফুজ রিবেন বলেন, ‘রাত ১০টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১১ টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর পাও্য়া যায়নি।’