নিজস্ব প্রতিবেদক : রাজধানীমুখি মানুষের ঢল থামাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৪ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ‘নতুন করে আর কাউকে রাজধানীতে ঢুকতে না দিতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পোশাক শ্রমিকদের বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য দিতে বিজিএমইএকে বলা হয়েছে। যেখানে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ সেখানে কীভাবে গার্মেন্টস কারখানা খোলা হলো?’ বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
পুলিশের সঙ্গে আলাপে জানা গেছে, রাতেই পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী পুলিশের সব ইউনিটকে নিদের্শ প্রদান করেছেন। এরপরই ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, যাত্রাবাড়ী, টঙ্গি,সদরঘাটসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসব স্থানে বিভিন্ন পণ্যবাহী যানবাহনে আসা মানুষকে আটক করে জেরা করা হচ্ছে। তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এদিকে, শনিবার থেকে গামের্ন্টস কারখানা খোলা থাকায় গত দুদিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে গামের্ন্টসকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
মাওয়া, দৌলতদিয়া-পাটুরিয়া নৌঘাটসহ বিভিন্ন সড়ক-মহাসড়কে মানুষের উপচে পড়া ভিড়। এদের নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। কেউ হেঁটে, কেউবা পণ্যবাহী ট্রাকে চড়ে গাদাগাদি করে ঢাকায় আসছেন। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়েছে ছাড়া কমেনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.