নিজস্ব প্রতিবেদক : বর্তমানে করোনা পরিস্থিতিতে লাখ লাখ পোশাক শ্রমিক ঢাকা শহরে প্রবেশ করছে। ফলে পরিস্থিতি আরো ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
এ অবস্থায় তাদের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাণিজ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার নগর ভবনে হটলাইনে প্রাপ্ত বিভিন্ন পরিবারের ঠিকানায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম উদ্বোধনকালে মেয়র এ আহ্বান জানান।
পাশাপাশি ৯টি ওয়ার্ডের অসহায় দুস্থ, অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের জন্য কাউন্সিলরদের হাতে তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণরোধে ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকের বন্ধ হয়ে গেছে আয়ের পথ।
এ অবস্থায় সরকারসহ বিভিন্ন সংস্থা থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা লোকলজ্জার কারণে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী নিতে আগ্রহী নন।
এই সব মানুষের জন্যই হটলাইন চালু করেছে ডিএসসিসি। হটলাইনে দেয়া নির্ধারিত নম্বরে ফোন করলেই সময়মতো বাসায় খাদ্য পৌঁছে দেবেন ডিএসসিসির কর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.