Sharing is caring!
বিশেষ প্রতিনিধিঃ লালমোহনে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হয়ে ওঠেছে। তারা অসামাজিক কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সমাজে এধরণের ন্যক্কারজনক কাজ বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জানা যায়, লালমোহন সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ ও ৭নং ওয়ার্ডের বাসিন্দা জুয়েল দীর্ঘদিন যাবত বিভিন্ন মেয়ে তাদের বাড়িতে এনে তাদের দিয়ে অসামাজিক কার্যকলাপ করাচ্ছে। তাদের স্ত্রীদের দিয়েও এধরণের কাজ করায় বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের এহেন অবৈধ কর্মে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেছে। কেউ প্রতিবাদ করলে তাকে নারী নির্যাতন মামলার হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে। এতে তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। বিভিন্ন জায়গা থেকে মেয়ে এনে তাদের আত্মীয় বলে পরিচয় দেন। এলাকার উঠতি বয়সের তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে বিধায় এলাকার লোকজন সোচ্চার হয়ে ওঠে। রিয়াজ ও জুয়েল পরস্পর পরস্পরের আত্মীয় বলে জানা যায়। গত ২০/০৬/২০১৯ইং তারিখে এলাকার শতাধিক মানুষ অবৈধ দেহব্যবসা বন্ধ করার দাবীতে লিখিত অভিযোগ করেন। এতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন ও লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া। কিছুদিন চুপচাপ থেকে এখন আবার শুরু করেছে বলে জানান এলাকাবাসী। অভিযুক্ত রিয়াজ ও জুয়েল থেকে এবিষয়ে বক্তব্য নিতে তাদের পাওয়া যায়নি। সমাজের শান্তি শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকার লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।