Sharing is caring!
রবিউল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকশ দল অদ্য ইং-০১/০৪/২০২০ তারিখ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে আসামি ১। মোঃ রাসেদুল (২৫), পিতা- মোঃ অাশরাফুল ইসলাম, সাং- বদ্দিপুর,থানা- মহেশপুর,জেলা- ঝিনাইদহকে ৫৯ (উনষাট) বোতল ফেনসিডিল ও ০১ (এক) কেজি গাঁজা সহ মহেশপুর থানাধীন বদ্দিপুর মসজিদের দক্ষিন পার্শ্ব থেকে আটক করে।